শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/04/pm_focus02.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলার ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা। এদিন জাতির উদ্দেশে দলপ্রধান শেখ হাসিনা ভাষণ দেবেন।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।