শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি : তৌহিদ
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি।
রংপুর ও নীলফামারীতে দুদিনের সফরে এসে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় এ কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
আরাকান আর্মির হাতে বাংলাদেশি নাগরিক আটক সম্পর্কের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আরকান আর্মির সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা সম্ভব নয়, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসার জন্য খালেদা জিয়ার আজ লন্ডন যাওয়া হচ্ছে না, তার লন্ডন যাত্রা দুই-এক দিন পেছাতে পারে।
চীনের অর্থে হাসপাতাল নীলফামারীতে হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এ কে এম মঈনুল হক, রংপুর