বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি, চড়লেন একই গাড়িতে
রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের জন্য ভারতের ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যেই প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্য নিয়ে দুই দিনের নয়াদিল্লি সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পুতিনকে জড়িয়ে ধরেন। তারপর হাত মেলান। পরে একই গাড়িতে বসে পুতিন ও মোদি বিমানবন্দর ছাড়েন।
প্রথা ভেঙে বিমানবন্দরে গিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানকে আগেও স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু তারপর সেই বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই গাড়িতে করে বিমানবন্দর ছাড়েননি। বিমানবন্দর থেকে দুই নেতা ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে চলে আসেন। সেখানেই প্রেসিডেন্ট পুতিনের জন্য প্রাইভেট ডিনার দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এইখানে দুই নেতা খোলাখুলি কথা বলবেন। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিক আলোচনা হবে।
গত ১ সেপ্টেম্বর চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে চড়েছিলেন প্রধানমন্ত্রী মোাদি। সেই ছবি পরে তিনি নিজেই শেয়ার করেছিলেন। কিন্তু দিল্লিতে তিনি প্রথম এই কাজ করলেন।
কূটনীতির ক্ষেত্রে বার্তা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন দুজনেই এইভাবে নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
অবসরপ্রাপ্ত লেফটোন্যান্ট জেনারেল সুব্রত সাহা এনডিটিভিকে বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম এস ৪০০ ও এস ৫০০ নিয়ে আলোচনা হতে পারে। অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান ও তার প্রযুক্তি হস্তান্তর ও ভারতে তা তৈরি করার লাইসেন্স দেওয়া নিয়ে কথা হতে পারে। সাবমেরিন কেনা নিয়েও কথা হতে পারে।

ডয়চে ভেলে