ভোট কিনতে এসে গ্রেপ্তার, জেল-জরিমানা
ময়মনসিংহ-৪ (সদর) আসনের স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে ভোট কিনতে এসে জেল-জরিমানার শিকার। ছবি : এনটিভি
ময়মনসিংহ-৪ (সদর) আসনের স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে এলে নগদ টাকাসহ তিনজনকে আটক করে জনতা। আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
পরে জবানবন্দি নিয়ে আটক শফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শফিকুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসআই শহীদুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
পরে সাজাপ্রাপ্ত শফিকুল ইসলামকে জেলহাজতে পাঠায় পুলিশ।

আইয়ুব আলী, ময়মনসিংহ