গোপালগঞ্জে শীতার্তদের কম্বল ও শিক্ষার্থীদের ক্রিয়াসামগ্রী বিতরণ
গোপালগঞ্জে আজ মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
গোপালগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। একইসঙ্গে শিক্ষার্থীদেরকে ক্রিড়াসামগ্রী দিয়েছে তারা। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া জি টি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার এক হাজার ৩০০ জনকে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। সামগ্রী তুলে দেন যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
টুঙ্গিপাড়া উপজেলার ৮০০ ও কোটালীপাড়া উপজেলার ৫০০ শীতার্তের মাঝে কম্বল ও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রিয়াসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোজাম্মেল হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ