শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাঠানো চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমআচরণ দেখিয়েছে।’
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘উভয় দেশ একে অপরের প্রধান স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনকে অনুসরণ করে, যা আমাদের দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে আনে। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই দেশের নেতা বৈঠক করেন এবং চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।’
চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আশা করা হচ্ছে- চীন ও বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে তা আরও বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি, ঐতিহ্যবাহী বন্ধুত্ব বৃদ্ধি, উন্নয়ন কৌশলকে আরও সমন্বয়, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রচার, যাতে চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় উন্নীত হবে।’
শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্যময় কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।