প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রুমানা আলী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন রুমানা আলী। এর আগে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করেন তিনি। তবে, দেশের মানুষের কাছে পরিচিতি পাননি তেমন। এবার বিজয়ী হয়ে দেখান চমক, আর তারপর পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এখন থেকে তার হাতে থাকছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রুমানা আলী আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ, সভাপতিমণ্ডলীর সদস্য, গাজীপুরের শ্রীপুরের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে। ওই আসন (গাজীপুর-৩) থেকে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয় পান প্রয়াত রুমানা আলী। এমপি হওয়ার পর শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন তিনি। কর্মজীবনে তিনি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনায় আছেন।