দুর্ঘটনায় কিশোর ও কীটনাশক পানে একজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/12/niphamari_news_pic.jpg)
নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনায় ওসমান গনি লিপন (১৬) ও কিশোরগঞ্জে কীটনাশক পানে জয়নাল (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ জানুয়ারি) এ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিপন সদরের রামনগর ডাঙ্গাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জয়নাল কিশোরগঞ্জে ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নিহত লিপন খালুর বাসা থেকে বাইসাইকেলে করে আসার সময় সদর উপজেলার চৌধুরীপাড়ায় একটি ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকচালক সিরাজগঞ্জের শাহজাহানপুর এলাকার শরিফ মোল্লাকে ট্রাকসহ আটক করে থানায় নিয়ে আসে।
অপরদিকে নিহত জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ওষুধ মনে করে জমিতে দেওয়া কীটনাশক পান করে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, লিপনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক শরিফ মোল্লাসহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি আমি জানি না।’