ডিআইজি মিজানকে জামিন দেননি আপিল বিভাগ
দুর্নীতি মামলায় বরখাস্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেননি আপিল বিভাগ। সেইসঙ্গে এক মাসের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।
২০১৯ সালের ২৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরবর্তীতে একই বছরের ১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন বরখাস্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মিজানুর রহমান। তবে আদালত তাকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আবারও আদালতে হাজির করতে ডিএমপিকে নির্দেশ দেন।