উড়াল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
উড়াল সেতুর (ফুটওভার ব্রিজ) দাবিতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টার বেশি মহাসড়ক অবরোধ করে থাকে শিক্ষার্থীরা।
খবর নিয়ে জানা যায়, উড়াল সেতুর দাবিতে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এ অবরোধ করে। গত সপ্তাহে মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। এ ঘটনার জের ধরে উড়াল সেতু নির্মাণের দাবি তুলে শিক্ষার্থীরা।
অবরোধের খবরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল্লাহ প্রধান।
শিক্ষার্থীরা বলে, গত ৯ জানুয়ারি মহাসড়কে আমাদের সহপাঠী মীম আক্তার (১৭) নিহত হয়। ওই দিনও আমরা উড়াল সেতুর দাবিতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। ওই সময় আমাদের এক সপ্তাহের মধ্যেউড়াল সেতুর কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। উড়াল সেতুর কাজ শুরু না হওয়ায় আজকে আমাদের আবারও সড়ক অবরোধ করতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অবরোধের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি তাৎক্ষণিক মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে অবগত করলে তিনি মুঠোফোনেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিগগিরই ফুটওভার ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যায়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর মুঠোফোনে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি উড়াল সেতু নির্মাণ কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইতোমধ্যে উড়াল সেতুর নির্মাণের বিষয়টি অফিসিয়ালি প্রসেসিংয়ে রয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণকাজ শুরু করা হবে।