বেক্সিমকোর শ্রমিকদের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের মৌজার মিল এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর ৩টা থেকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাক শ্রমিকরা।
সমাবেশের একপর্যায়ে গণপরিবহণ ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনরত শ্রমিকরা। গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে তাঁদের ওপর চালানো হয় হামলা। তখন দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল ও প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ গুরুতর আহত হন।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোফোনে গণপরিবহণ ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। সেনাবাহিনি ও পুলিশ যৌথভাবে দুই দিক থেকে অভিযান চালিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরানোর চেষ্টা করছে।
চন্দ্রা-নবীনগর মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য জেলা থেকে ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে গাজীপুর ও ধামরাই হয়ে চলাচল করছে