ঢাকার চকবাজারে দুটি দোকানের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সোলাইমান টাওয়ারের নিচতলায় দুটি দোকানে শনিবার সকালে আগুন লাগে। ছবি : ফোকাস বাংলা
ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় একটি ছয়তলা ভবনের নিচতলায় দুটি দোকানে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৮টা ৫৯ মিনিটে ওই এলাকার সোলায়মান টাওয়ারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।