বিরোধী দল হতে স্পিকারকে রেজুলেশন দিয়েছে জাতীয় পার্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়েছে গত ৭ জানুয়ারি। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথও নিয়েছেন। গঠন হয়েছে নতুন সরকারের মন্ত্রীসভা। এরপর থেকে আলোচনা চলছে বিরোধী দল নিয়ে। এরইমধ্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের জানালেন, তার দলকে বিরোধী দল হিসেবে মনোনীত করতে নিজ দলীয় সংসদীয় কমিটির নেওয়া রেজুলশন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) এই রেজুলেশন পাঠানো হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে আশা প্রকাশ করেন, সিদ্ধান্ত তাদের অনুকূলে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জি এম কাদের আজ বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের বলেন, বিরোধী দলের নেতা বা অন্যকিছু পদ-পদবি নির্ধারণ করা স্পিকারের আওতাধীন। তিনি বলেন, জাতীয় পার্টির সংসদীয় দল থেকে আমাকে বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং চিফ হুইপ হিসেবে মজিবুল হক চুন্নুর নাম আমরা প্রস্তাব করে একটা রেজুলেশন নিয়েছি। সেটা আমরা স্পিকারের কাছে পত্র মারফত পেশ করেছি।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। দলটিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়াব। তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের রাজনীতি করে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কে এম মঈনুল হক, রংপুর