নাটোরে অতিরিক্ত শীতে ফেটে গেল রেললাইন
তীব্র শীতে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল ধরায় কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সোমবার (২২ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ফেটে যাওয়া লাইন মেরামত করেন।
রেলপথ পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা সোমবার সন্ধ্যায় দায়িত্ব পালনের সময় মাধনগর স্টেশনের আউটার সিগন্যালের বাইরে রেললাইনে ফাটল দেখতে পান। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে তিনি রেলওয়ের প্রকৌশল বিভাগে খবর দেন। রাত সাড়ে ৮টার দিকে প্রকৌশল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভেঙে যাওয়া অংশটি মেরামত শুরু করেন। এ সময়ে ওই পথে চলাচলকারী ট্রেনগুলো ধীর গতিতে পার হয়।

হালিম খান, নাটোর