বাজার মনিটরিংয়ে ঝালকাঠিতে বিশেষ অভিযান, জরিমানা
বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে বিশেষ অভিযান করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের ১০টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ১০ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম স্বাভাবিক রাখতে শহরের বড় বাজার ও চাঁদকাঠি বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলার অন্য তিন উপজেলাও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে বাজার মনিটরিংয়ের জন্য ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মেয়াদ, ট্রেড লাইসেন্স ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।