অবশেষে প্রধান শিক্ষিকাকে বদলি
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। আজ সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুরে এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হলো।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় গত বৃহস্পতিবার বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা তাঁকে বদলির দাবিতে আন্দোলন শুরু করে। ওই দিন শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত তাঁকে স্কুলে অবরুদ্ধ করে রাখে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরিন স্কুলে উপস্থিত হয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে। এর মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গতকাল রোববার এসএসসি পরীক্ষার্থীরাসহ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় প্রধান শিক্ষককে বদলির দাবিতে বিভিন্ন স্লোগান ও প্লে কার্ড প্রদর্শন করে তারা। পরে জেলা প্রশাসক ড. বদিউল আলম শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি তদন্ত দল স্কুল পরির্দশন করে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সন্ধ্যায় প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলির তথ্য জানানো হয়।