ডলারের পরিবর্তে নিজ মুদ্রায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে আগ্রহ চীনের
মার্কিন ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করার করতে চীন আগ্রহ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনাসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে। এ কারণে চীন চায় বাংলাদেশের সঙ্গে চীনের নিজস্ব মুদ্রায় ব্যবসা-বাণিজ্য চালু করতে।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করি, নিজেদের মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’