চালের দাম ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি হয়েছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি হয়েছে। বাজার এখন অনেকটা স্থিতিশীল।
চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় খাদ্যমন্ত্রী জেলা প্রশাসকদের খুচরা বাজারে ভোক্তা অধিকার দিয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়ে বলেন, চালের মিলগেটে একরকম রেট, খুচরা বাজারে আরেকরকম রেট।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, সারাদেশে অভিযান অব্যাহত থাকবে। সারা দেশে খাদ্যবান্ধব এবং ওএমএসএর মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। চালের ওপর চাপ কমে আসবে।
খাদ্যমন্ত্রী মিল মালিকদের উদ্দেশে বলেন, কেজিতে ৬ টাকা বাড়িয়েছেন, ৬ টাকা কমিয়ে চালের দাম স্থিতিশীল করুন। দুই টাকা কমিয়ে স্থিতিশীল হবে না।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হুইপ ইকবালু রহিম। আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় দিনাজপুরের ১৩ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য অফিসের কর্মকর্তা, অটোরাইস মিল মালিক ও চাল ব্যবসায়ী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।