সিরাজগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড
সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নামে আদিবাসী এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে এক আদেশে এএসআই সন্তোষ কুমারকে প্রত্যাহার করে পুলিশলাইনে সংযুক্ত করেন পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সন্তোষ কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের ওই গৃহবধূ অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে ঘরে প্রবেশ করে মাদক তল্লাশির নামে তার শ্লীলতাহানির চেষ্টা করেন এএসআই সন্তোষ কুমার। এ ঘটনায় যথাযথ বিচার দাবি করেন ওই গৃহবধূ।
এরপরই এএসআই সন্তোষ কুমারের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হলো।