নকল সরবরাহ করার অভিযোগে যুবকের কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/20/sirajgonj-chowhali-arrest-photo-.jpg)
এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীতে রুবেল রানা নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইংরেজি পরীক্ষা চলাকালে খাসকাউলিয়া হাসপাতাল মোড়ে একটি ফটোস্ট্যাটের দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর এ কারাদণ্ড দেওয়া হয়।
রুবেল রানা চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। এই ফটোস্ট্যাট দোকানের মালিক রুবেল রানার দুলা ভাই দাউদ রানা।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশে ফটোস্ট্যাট দোকান থেকে নকল সরবরাহ করছিলেন রুবেল রানা। এই অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় নকলসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। নকল সরবরাহের অভিযোগে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।