প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমানের ইন্তেকাল
প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেনস্ট্রোকের পর বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার (৩ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফর রহমানের মৃত্যুর তথ্য এক ফেসবুক পোস্টে তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহ! আমার বাবা নেই!’ এর আগে দুটার সময় তিনি লিখেছিলেন, ‘সবাই দোয়া করবেন! বাবার অবস্থা খুবই সংকটাপন্ন !’
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নেওয়ার পর এই তথ্য জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরপর আজ তিনি ইন্তেকাল করেন।