চাঁদপুরে ৩৮ জেলের একমাসের কারাদণ্ড, তিনজনের জরিমানা
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ৫২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৩৮ জেলেকে একমাসের কারাদণ্ড, তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা ও ১১ জনের মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।
সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার রাতে মেঘনা নদীর হরিণা থেকে হাইমচরের মণিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। দুই মাসের নিষেধাজ্ঞার সময়ে অভয়াশ্রম এলাকায় সকল প্রকার মাছ ধরা বন্ধ।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, জেলা প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুসফিকুর রহমান, কোস্টগার্ডের চিফ পেটি অফিসার সফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।