গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনাকে জিআই পণ্য হিসেবে আবেদন উপলক্ষে ডিসির ব্রিফিং
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জ গহনাকে জিআই (ভৌগলিক নির্দেশক) পণ্য হিসেবে আবেদন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক। এ ব্যাপারে আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের স্বচ্ছতা কক্ষে প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিংয়ে কাজী মাহবুবুল আলম জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনাকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জের মধুমতি নদীর মিঠা পানির কারণে ব্রোঞ্জ গহনার রং ভালো ও টেকসইসহ এখানকার ব্রোঞ্জের গহনার বিভিন্ন বিশেষত্ব তুলে ধরেন।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর প্রেসিডেন্ট কাকলী তালুকদার, পরিচালক (যোগাযোগ) পলাশ চন্দ্র শীল (প্রতাপ), ট্রেজারার উম্মে শাহেরা অনিকা, রূপস হেভেনের প্রতিষ্ঠাতা কাজী মেহের জাবিন রাখিসহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।