কোন দিন কোন তারিখের টিকিট পাওয়া যাবে জেনে নিন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার (২৪ মার্চ) থেকে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি এড়াতে অনলাইনে বিক্রি করা হচ্ছে টিকিট। তবে একদিনেই সব টিকিট পাওয়া যাবে না। একটি নির্দিষ্ট দিনে দেওয়া হবে নির্দিষ্ট তারিখের টিকিট। জেনে নিন কোন দিন কোন তারিখের টিকিট পাওয়া যাবে।
যে তারিখে যে দিনের টিকিট বিক্রি হবে:
২৪ মার্চ পাওয়া যাবে ৩ এপ্রিলের টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ ৭ এপ্রিল, ২৯ মার্চ মিলবে ৮ এপ্রিল এবং ৩০ মার্চ পাওয়া যাবে ৯ এপ্রিলের আগাম টিকিট।
অপরদিকে, ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ওইদিন পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। পাশাপাশি ৪ এপ্রিল বিক্রি হবে ১৪ এপ্রিলের টিকিট। ৫ এপ্রিল মিলবে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল বিক্রি হবে ১৬ এপ্রিলের টিকিট আর ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অন্যদিকে, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট এবং ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট।