সাবেক এমপির বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত চান বর্তমান এমপি
চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনে ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছেন বর্তমান সংসদ সদস্য এম এ মোতালেব। অভিযোগ তুলেই ক্ষ্যান্ত হননি তিনি, দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল রোববার (২৪ মার্চ) দুপুরে সাতকানিয়া লোহাগাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান মোতালেব। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা নদভীকে পরজিত করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোতালেব বলেন, নদভী টানা ১০ বছরের এমপি থাকাকালীন সময়ে তিনি নিজে সরকারি অর্থ আত্মসাৎ দুর্নীতি ও চাঁদাবাজি মাধ্যমে ব্যাপক অর্থ অবৈধভাবে অর্জন করে সেই অর্থ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করেছেন বলে জনশ্রুতি রয়েছে। তার এমপি থাকাকালীন সময়ে সাতকানিয়া লোহাগাড়ায় তিনি আওয়ামী লীগের পরিবর্তে নদভী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই নদভী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবিরকে তিনি তার লোক দিয়ে ১৮টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এখন তার অপশাসনের অবসান হয়েছে।
মোতালেব দাবি করেন, সাতকানিয়া লোহাগাড়ার নির্যাতিত হাজারও আওয়ামী লীগ নেতাকর্মী তার অত্যাচার নির্যাতনের বিচার চায়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগনেতা অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সম্পাদক নজরুল ইসলাম সিকদার, কেওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী, সাতকানিয়ার পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর লালু, সেক্রেটারি এ কে এম আসাদ, সাতকানিয়া সেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।