বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের রত্নগর্ভা ‘স্বপ্নজয়ী’ মা নাজমা রহিম (৮০) আজ বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে নাজমা রহিম ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, মেয়ে ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, নাজিলা সুলতানাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন, নাতি-নাতনি ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, নাজমা রহিমের জানাজা আজ রাত ১০টায় (তারাবিহর নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্টসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মরহুমার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননা পান।