কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়, বিশেষ ট্রেন চালু
ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ শুক্রবার (৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন। এদিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। আর এ চাপ সামাল দিতে ঈদযাত্রায় যুক্ত হয়েছে আট জোড়া বিশেষ ট্রেন।
আজ ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন এসেছে। সকাল থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। তবে উত্তরাঞ্চলের ট্রেনে ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনের টিকিট করেছেন তারা।
ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেন চলাচলের শিডিউলে ৫ থেকে ১০ মিনিটের মতো সামান্য বিলম্ব হলেও বিপর্যয় ঘটেনি।
কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ৬৭ জোড়া ট্রেন চলছে, যার মধ্যে ৪২ জোড়া আন্তঃনগর। ঈদ যাত্রায় যাত্রীচাপ সামাল দিতে আজ থেকে যুক্ত হয়েছে আট জোড়া বিশেষ ট্রেন।
কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে রেলস্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।