বাবা-ছেলের মরদেহ উদ্ধারের মামলায় প্রতিবেদন দাখিল ২১ মে
রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আগামি ২১ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। এদিন আদালতে মামলার এজাহার ও এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) এলে বিচারক তা গ্রহণ করে শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আশিস সরকারকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) রাত ৮টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তিরা হলেন— মশিউর রহমান ও তার ছেলে সাহদাব। এ ঘটনায় মেয়ে সিনথিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন মজিদা খাতুন ডলি অজ্ঞাতনামাদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।