মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় নেই
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ঘরমুখো মানুষের পারাপার আজ বুধবার (১০ এপ্রিল) স্বাভাবিকভাবেই চলছে। ব্যক্তিগত গাড়ি ও বাসে করে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে নৌপথে পর্যাপ্ত ফেরি ও যাত্রীবাহী লঞ্চ থাকায় এবার কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘নৌবহরে আমাদের পর্যাপ্ত ফেরি থাকায় ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। ঘরমুখো এসব যাত্রী ও যানবাহনগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে নৌপথ পারের জন্য নৌবহরে ছোট বড় মিলে ১৭টি ফেরি চালাচল করছে। তবে আজ যাত্রী কম থাকায় ১২টি ফেরি চলাচল করছে।’