সদরঘাটে নিহতদের তিনজন একই পরিবারের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/11/sdrghaatt_0.jpg)
রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের পাঁচজন নিহত হয়েছে। নিহত যাত্রীদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতরা হলেন মুক্তা (২৩) ও বেল্লাল (২৬)। তারা স্বামী-স্ত্রী। আর মাইশা তাদের তিন বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি পিরোজপুরে। নিহত বাকি দুজন হলেন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী। আর রবিউলের বাড়ি ঠাকুরগাঁও। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকাত আলী বলেন, লঞ্চের ধাক্কায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন বেল্লাল, মুক্তা ও মাইশা। বেল্লাল ও মুক্তা স্বামী-স্ত্রী। মাইশা তাদের তিন বছরের সন্তান।
এ বিষয়ে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ-৪ লঞ্চটির ওঠানামার দড়ি ছিঁড়ে যায়। এতে ওই লঞ্চের পাঁচ যাত্রী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে গিলে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।