খালেদা জিয়ার বাসভবনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে আজ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান দলটির জ্যেষ্ঠ নেতারা। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গেলেন দলটির জ্যেষ্ঠ নেতারা। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে নেতৃবৃন্দ খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাঁর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আজ রাতে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার বাসভবনে গিয়েছেন।