বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী যুবক মো. হৃদয় ও মো. ইমরান। ছবি : এনটিভি
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার মনসার টেক মেম্বারের দোকানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে থানার এসআই আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই যুবক হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার মো. ওসমানের ছেলে মো. হৃদয় (২২) ও একই এলাকার ফোরকান বাদশার ছেলে মো. ইমরান (২০)।
এসআই আবদুর রশিদ বলেন, মোটরসাইকেল আরোহী দুই যুবক শান্তির হাট এলাকা থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুই যুবকের মরহে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।