খাগড়াছড়িতে বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’র মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) গঙ্গাদেবীর উদ্দেশে নদীতে ফুল ভাসিয়ে বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান এ সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’। এ দিনটিতে মূলতঃ চাকমা নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকে। ফুলের অধিক ব্যবহার হয় বলে তারা এদিনকে বলে ‘ফুল বিজু’।
আজ খুব ভোরে সুর্যোদয়ের আগে সদরের খবংপুজ্যা এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল নিবেদন করতে শত শত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমায়। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠে চেঙ্গী নদীর দুই কূল। সূর্যোদয়ের আগেই শিশু-কিশোররা ফুল তুলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
এ ছাড়া শহর, শহরতলীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীতে আনন্দ উল্লাস করে। তারা ফুল দিয়ে ঘরবাড়িও সাজিয়েছে।
আজ সকালে একইভাবে নদীতে ফুল পুজা করে ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা ‘বৈসু’ উৎসব পালন করেছে। আর পহেলা বৈশাখ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ উৎসব শুরু হবে।