ঢাকা-ময়মনসিংহ সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকাগামী ময়মনসিংহ সড়কে সালনা হয়ে পোড়াবাড়ি পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ছবি এনটিভি
ঈদের ছুটি শেষে নাড়ির টানে বাড়িফেরা যাত্রীরা রাজধানীতে ফিরছে। ফলে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের কবলে পড়েছে তারা। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের পর থেকেই এই যানজটের কবলে পড়েছে যাত্রীরা।
ঢাকাগামী ময়মনসিংহ সড়ক গাজীপুর চৌরাস্তা থেকে সালনা হয়ে অন্তত পোড়াবাড়ি পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
একই স্থানে ঘণ্টার পর ঘণ।টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালক ও হেলপারসহ যাত্রীরা। রাত সোয়া ১০টার পরে থেমে থেমে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে দেখা গেলেও দীর্ঘ যানজট রয়ে গেছে এই মহাসড়কে।
পুলিশ জানায় মহাসড়কে নির্মাণ করা ফ্লাইওভারগুলোতে ওঠার সময় এবং নামার সময় যাত্রী ওঠা নামা করানোর কারণে মহাসড়কে যানজট কিছুটা বৃদ্ধি পেয়েছে।