দুবাই বন্দরে এমভি আবদুল্লাহ, নাবিকদের ফুল দিয়ে বরণ
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। এ সময় বাংলাদেশ থেকে যাওয়া কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল নাবিকদের ফুল দিয়ে বরণ করে।
জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া নাবিক আহমেদ তানভীর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২১ এপ্রিল) জাহাজটি আল হামরিয়া বন্দরের ‘বি অ্যাংকরেজ’ এলাকায় নোঙর করেছে। ২৭ ঘণ্টা পর সোমবার জেটিতে বার্থিং করে।
কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘নাবিকরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর দুজন নাবিক বিমানে দেশে ফিরবেন। বাকি ২১ জন ওই জাহাজযোগে দেশে ফিরবেন। এতে সময় লাগবে ২৫ থেকে ২৬ দিন।’
মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। মুক্তিপণ নিয়ে ৩২ দিন পর ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি মুক্তি দেয় তারা।