শুধু এই দিনটার অপেক্ষা করতাম, এদিনের কথা ভেবেই মনকে শান্ত রাখতাম
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার (ক্যাপ্টেন) আতিক উল্লাহ খান বলেছেন, জিম্মি হওয়ার পর শুধু এই দিনটার জন্য অপেক্ষা করতাম। এই দিনের কথা ভেবেই মনকে শান্ত রাখার চেষ্টা করতাম। ইনশা আল্লাহ, আর কিছুদিন পরেই আসছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আজ শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে এসব লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ক্যাপ্টেন আতিক উল্লাহ তার একটি ছবি পোস্ট করে লেখেন ‘হ্যালো কাছের মানুষ জন, আল্লাহর রহমতে, অবশেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছি এমভি আবদুল্লাহসহ আমরা ২৩ নাবিক। সব ঠিক থাকলে ইনশা আল্লাহ আগামী ১৩ বা ১৪ মে চট্টগ্রাম পৌঁছাব। জিম্মি হওয়ার পর শুধু এই দিনটার জন্য অপেক্ষা করতাম। আর এদিনের কথা ভেবেই মনকে শান্ত রাখার চেষ্টা করতাম। ইনশা আল্লাহ, আর কিছুদিন পরেই আসছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সত্যিই, আমি এই এক্সটাইটমেন্ট কখনও ভাষায় প্রকাশ করতে পারব না। প্রিয় মুখগুলো আবার দেখব। তাদের সঙ্গে আবার কথা বলব। সুখ-দুঃখের অনুভূতি ভাগাভাগি করব। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আবার আমাকে সুযোগ দিয়েছেন।’
গত ১৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহর সেকেন্ড অফিসার মোজাহেদুল ইসলাম চৌধুরীকে প্রথম অস্ত্র ঠেকিয়েছিল সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। মুক্ত হওয়ার পর দুবাই বন্দরে পাথর আনলোড করে বর্তমানে জাহাজটি দুবাই বন্দর থেকে চুনাপাথর নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।