২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ
জাহাজে থাকা ২৩ নাবিক নিয়েই চট্টগ্রামের পথে রওয়ানা দিয়েছে এমভি আবদুল্লাহ। গতকাল সোমবার (২৯ এপ্রিল) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টায় দুবাই থেকে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন। সব ঠিক থাকলে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কুতুবদিয়া হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর কথা।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, এর আগে গত ২১ এপ্রিল দুবাই আল হারামিয়া বন্দরে পৌঁছেছিল এমভি আবদুল্লাহ। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ হয়।
মেহেরুল করিম বলেন, জাহাজ থেকে সব কয়লা খালাস শেষ হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও নানা আনুষ্ঠানিকতা শেষে সোমবার ভোররাতেই চট্টগ্রামের উদ্দেশে জাহাজটি দুবাই ছাড়ে। জাহাজ থেকে দুজন নাবিক নেমে বিমানে আসার কথা থাকলেও তারা পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। ফলে ২৩ নাবিক একসঙ্গে আসছেন।
গত ১৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জাহাজটি দুবাই বন্দর ছাড়ার কথা নিশ্চিত করে বলেন, ২৩ নাবিক নিয়েই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি আবদুল্লাহ। আশা করছি, ১০ বা ১১ তারিখে তারা চট্টগ্রামে পৌঁছবেন।