স্ত্রীর সনদ বাণিজ্য নিয়ে কিছুই জানেন না কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান
স্ত্রী মোছা. সেহেলা পারভীনের সার্টিফিকেট (সনদ) বাণিজ্যের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। তিনি বলেন, ‘আমার স্ত্রী সেহেলি পারভীনের সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি এ বিষয়ে কিছুই জানি না।’
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবর খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, বোর্ডের সার্টিফিকেট নিয়ে বাণিজ্যের কথা শোনা যাচ্ছে। মিডিয়াতেও এ বিষয়ে সংবাদ আসছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউ অপরাধ করে থাকলে তারও শাস্তি হওয়া উচিত।
অপর এক প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, আমার স্ত্রী বিনা দোষে ও বিনা কারণে জেল খাটছে। তবে, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে তিনি (স্ত্রী) মুক্ত হবেন বলেও আমি বিশ্বাস করি।
এদিকে সনদ বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মোছা. সেহেলা পারভীনের রিমান্ড শেষে আজই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।