নাশকতার তিন মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/24/maamunul_hk.jpg)
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। ফাইল ছবি
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে তিন মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন।
মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আজ মতিঝিল থানার মামলা ১৪(৫)১৩, পল্টন থানার মামলা ৮(৪)২১, পল্টন থানার মামলা ২৮(৪)২১ সহ তিনটি মামলায় মাওলানা মোহাম্মদ মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত।
নথি থেকে জানা গেছে, মাওলানা মামুনুল হক গত ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিন বছরের বেশি সময় জেল হাজতে আটক আছেন।