সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল চালক
সাতক্ষীরায় সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোটরসাইকেল চালকের নাম রাজমোহন দাস (৩৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাত কুমার দাসের ছেলে।
নজরুল ইসলাম জানান, রাজমোহন মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজমোহন ঘটনাস্থলেই মারা যান।