দুবাই ছেড়েছে এমভি আবদুল্লাহ, মে’র মাঝামাঝিতে পৌঁছতে পারে দেশে
সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ পণ্য খালাস শেষে দুবাইয়ের আল-হামরিয়া বন্দর ছেড়েছে। গতকাল শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড় পাঁচটায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মিনা সাকর বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ছয় ঘণ্টার যাত্রা শেষে সেখানে পৌঁছে পণ্য বোঝাই করে জাহাজটি আজ রোববার দেশের উদ্দেশে রওনা হবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে জাহাজটি দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
কেএসআরএম’র মিডিয়া কর্মকর্তা মিজানুল ইসলাম বলেন, ‘সোমালি জলদস্যুদের হাতে এক মাসেরও বেশি সময় জিম্মি থাকার পর মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল-হামরিয়া বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা করেছে। আজ রোববার জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। জাহাজে করেই নাবিকরা দেশে ফিরবেন। মে মাসের মাঝামাঝি সময়ে এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাবে।’
এর আগে, এমভি আবদুল্লাহ দুবাইয়ের মিনা আল-হামরিয়া বন্দরের জেটিতে কয়লা খালাস করে।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে ২৩ নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে সোমালি জলদস্যুরা। জিম্মি অবস্থার এক মাসেরও বেশি সময় পর ১৩ এপ্রিল দিনগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। গত ১৪ এপ্রিল দুপুরে এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের ফেসবুক পোস্টের এক ছবিতে মুক্ত নাবিকদের পাশে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। পরে জাহাজটি গত ২১ এপ্রিল বিকেলে দুবাইয়ের আল হামরিয়াহ বন্দরে পৌঁছে।