দিনাজপুরে নির্বাচনি সহিংতায় পুলিশের গুলিতে একজন নিহত
দিনাজপুরে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ছয় জন। গতকাল রোববার (২৮ এপ্রিল) জেলার বিরলে ১ নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদের ভোটের ফল ঘোষণার সময় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭০)। তিনি আজিমপুর ইউনিয়ন পরিষদের শিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১ নম্বর আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর ভোট গণনার পর ফল ঘোষণাকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরোধ সৃষ্টি হয়। মেম্বার প্রার্থীর সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং ৬০ থেকে ৭০ রাউড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মোহাম্মদ আলীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
পরে মোহাম্মদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলীর মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলেও জানান পুলিশ সুপার শাহ ইফতেখার।