ফেসবুকে লালনের গান উদ্ধৃত করে স্ট্যাটাস, যুবক গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/29/shriiyytpur.jpg)
শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাজানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবক মহিসার ইউনিয়নের বাসিন্দা মৃত হরিনারায়ণ রক্ষিতের ছেলে।
পুলিশ জানায়, সঞ্জয় রক্ষিত (Sanjoy Rakhit) নামে ফেসবুক আইডি থেকে ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান’ লিখে পোস্ট করেন। পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের গভীর ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এতে করে স্থানীয় লোকজনের আক্রমণ হতে পারে ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই প্রাথমিকভাবে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ফেসবুকে ইসলাম ধর্মের বিধান নিয়ে ‘কটূক্তি করা’ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।