রাঙামাটিতে পাহাড় ধসে যান চলাচল দীর্ঘ সময় বন্ধের পর সচল
রাঙামটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ সড়ক যানচালাচল উপযোগী করতে কাজ চলছে। ছবি : স্টার মেইল
রাঙামটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২ মে) দিনগত রাতে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকার সড়কে পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আজ শুক্রবার দুপুর ১টার দিকে শুরু হয় যান চলাচল।
সকালে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের টিম সড়কের মাটি সরানোর কাজ করে। পরে ওই সড়কে চলতে শুরু করে যান।
এই বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটি ধসে এসে সড়কের ওপর পড়ে। পরে যান চলাচল বন্ধ থাকে। সড়ক বিভাগ ও সেনাবাহিনী কাজ করছে। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে। তবে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক