শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে হবিগঞ্জ শহর বিদ্যুৎহীন
হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় গাছের ডালপালা ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ রোববার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর, অনন্তপুর, সদর উপজেলার বহুলা, ভাদৈ, ভাঙ্গারপুর ধুলিয়াখালসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। শিলাবৃষ্টি ও এই কালবৈশাখী ঝড়ের স্থায়িত্ব ছিল প্রায় এক ঘণ্টার মতো।
শিলাবৃষ্টিতে অনেকের ঘর ও দোকানের টিন ছিদ্র হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ে গাছের ডালপালা ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ শহরে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পর বিকেল থেকে গোটা শহর বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে।