৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২
ময়মনসিংহের ভালুকায় তীর কোম্পানির সিলমোহর লাগানো ৪০০ বস্তা (২০ মেট্রিকটন) ভারতীয় চিনি, একটি কাভার্ডভ্যানসহ দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ আর ফিলিং স্টেশনের পূর্ব পাশ থেকে এই ভারতীয় চিনি জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেছে।
থানা সূত্রে জানা যায়, আসামিরা চুরাই পথে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি যার বাজার মূল্য ২৮ লাখ টাকা, হালুয়াঘাট থেকে একটি কাভার্ডভ্যানে করে গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৪০০ বস্তা চিনি, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার মালিখালি গ্রামের কাভার্ডভ্যানচালক আবিদ হোসেন (২৩) ও তাঁর সহযোগী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখি গ্রামের নিয়ামত আলীর ছেলে হেলপার আল আমীন (২৩)। ওই সময় নাঈম নামে অপর এক যুবক পালিয়ে যায়।
গত ৫ এপ্রিল রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ির জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকা থেকে ৪০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হলেও রহস্যজনক কারণে চিনিগুলো গাজীপুর জেলার মাওনা এলাকার নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী নিয়ে যান। অপর দিকে ২৬ মার্চ মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি থেকে ২৪ বস্তা (৫০ কেজির) ভারতীয় চিনি জব্দ ও নাজমুলকে (২৫) গ্রেপ্তার করা হয়। তা ছাড়া ৪ এপ্রিল ভালুকা উপজেলার চান্দের বাজার খোরশেদ মিয়ার স্টোর থেকে ফ্রেশ ও তীর কোম্পানির সিলমোহর লাগানো ১৪০ বস্তা (৫০ কেজির) ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় দোকানমালিক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ দুজনকে আটক করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।