হাসপাতালে কোটি টাকার যন্ত্র পড়ে আছে, খুলে দেখার লোক নেই : ড. সালেহ উদ্দিন
জাতীয় বাজেট প্রণয়নে সরকারের ভুল পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে শত শত কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে। এগুলো খুলে দেখার লোকও নেই। কারণ বাজেটে যন্ত্র কেনার বরাদ্দ রাখা হয় অথচ এগুলো চালানোর লোক নিয়োগের বরাদ্দ থাকে না।
আজ বৃহস্পতিবার (১৬ মে) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’অনুষ্ঠানে অংশ এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ সরকারের একাধিক নীতিনির্ধারক। প্যানেল আলোচক হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারের বাজেট স্বল্পতার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, সরকারি বাজেট এবং যে কোন কোম্পানির বাজেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সরকারি বাজেট সরকারের আয়-ব্যয় ছাড়াও প্রাইভেট সেক্টর এবং ব্যক্তিগত সেক্টরে ইফেক্ট ফেলবে। এই দৃষ্টিতে কিন্তু বাজেটটা দেখতে হবে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখন মানুষের জীবিকার সংগ্রাম আসতে আসতে পলিসি মেকারদের আড়ালে চলে যাচ্ছে। ইনফ্লেশন নিয়ে কথা হচ্ছে, ইনফ্লেশন না এটা সামাজিক উন্নয়নের ব্যাপারটা আসছে।