কুমিল্লায় বাস উল্টে পাঁচ যাত্রী নিহত, আহত ১৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/17/kumillaa.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে উল্টে গেলে পাঁচ যাত্রী মারা যায়। ছবি : এনটিভি
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হয়। এ সময় আহত হন আরও ১৫ যাত্রী।
আজ শুক্রবার (১৭ মে) ভোরে উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনার ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা তন্ময়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’