গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, স্থানীয়দের প্রতিরোধে আহত ১৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/screenshot_20250208_002541_whatsapp_1.jpg)
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় স্থানীয়দের প্রতিরোধে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সদরের ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে বাড়িতে একদল ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। পরে এলাকাবাসী ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করা হয়।
পরে আহত ১৪ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার গণমাধ্যমকে বলেন, তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৬ জন আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন।