শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক তরুণ। আজ শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশার সঙ্গে মোটরসাইলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের তিনজনই মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৮), তারা মিয়ার ছেলে বাবু (১৮)। আহত হয়েছেন মাসুম মিয়ার ছেলে তৌহিদ (১৮)।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী মুঠোফোনে এনটিভিকে জানান, আজ দুপুরে হৃদয়, বাবু ও তৌহিদ একটি মোটরসাইকেলে করে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। ভারেরা তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় আহত অবস্থায় তিনজনকে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদয় ও বাবু মারা যান। এদিকে গুরুতর আহত তৌহিদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।